শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইটনা সরকারি টেকনিক্যাল স্কূল ও কলেজ, ইটনা, কিশোরগঞ্জ বাংলাদেশের কারিগরি শিক্ষাঙ্গনে সুপরিচিত ও সর্বজন স্বীকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান যা ১০০ টিএসসি স্থাপন প্রকল্পের আওতায় নির্মিত। মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের লক্ষে কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য।
ইটনা কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত একটি উপজেলা। হাওরের বিশাল জলরাশি নিয়ে গঠিত ইটনা উপজেলার ৯ টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও টেকশই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। ছাত্র জীবনই ভবিষৎ জীবনে সুনাগরিক হিসেবে গড়ে উঠার উপযুক্ত স্থান হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান । সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা সমন্বয়ে প্রণীত জেএসসি (ভোকেশনাল),এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি(ভোকেশনাল) শিক্ষাক্রম। এ শিক্ষাক্রম সাধারণ শিক্ষাবোর্ডের যথাক্রমে এসএসসি ও এইচএসসির সমমান হওয়ায় এ শিক্ষা ব্যবস্থার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সাল হতে অদ্যবধি অত্র প্রতিষ্ঠান টি অত্যান্ত সফলতার সাথে সৎ,যোগ্য ও আলোচিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি ইটনা উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় হাওর অধ্যুষিত পর্যটন এলাকায় অবস্থিত।
প্রতিষ্ঠানটি নির্মাণাধীন ও সদ্য (২০২৩) চালুকৃত হওয়া সত্ত্বেও ব্যাপক প্রচার-প্রচারণার ফলে পূর্ণ আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। একই সাথে নতুন শিক্ষাক্রম অনুসরণপূর্বক দক্ষতার সাথে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস পরিচালনা, সহশিক্ষা কার্যক্রম এবং চূড়ান্ত মুল্যায়নের মাধ্যমে শতভাগ পাশ নিশ্চিত হয়েছে । অভিভাবক সমাবেশ , গাইডেন্স ও কাউন্সিলিং জোরদার, শুদ্ধাচার চর্চা, প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনা ও শপথের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে । শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় প্রতিষ্ঠানে ওয়াটার পিউরিফায়ার ও ফিল্টার স্থাপন করা হয়েছে ।
প্রতিষ্ঠান কোডঃ ৫৯১৬৯
EIIN: ১৩৯৭২৭
স্থাপিত- ২০২৩
শিক্ষক- ১৩ জন
শিক্ষার্থী- ১৮০ জন
ট্রেড- ৪ টি (১. জেনারেল ইলেকট্রনিকস, ২. অটোমোবাইল এন্ড অটো-ইলেকট্রিক বেসিকস, ৩. ফার্ম মেশিনারি ৪. প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং)
শ্রেণীকক্ষ- ১২ টি
ওয়ার্কশপ ও ল্যাব- ১২ টি
কম্পিউটার ল্যাব- ১ টি
অডিটরিয়াম- ১ টি
খেলার মাঠ- ১ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস